Song Info: Presenting you Gonojowar Lyrics.
Gonojowar Lyrics
এই দিন, এই রাত
এই রঙিন আঘাতএই সুখ, এই দুঃখকেটে যায় যতটুকরাঙাবো, রাঙাবোএই পথ সবার
নাকি শুধু তোমার?কবে পাবে ছাড়এই গণজোয়ার?বাড়াবো, হাত বাড়াবোএই জিত আমার অধিকারএই হার তোমার অপচারগণজোয়ারে হারিয়ে থাকবেগণজোয়ারে হারিয়ে থাকবে♪আমার এই ডাক ছড়িয়ে যাকমানবে না হার এই গণজোয়ারদাঁড়াবো, উঠে দাঁড়াবোআমার স্বপ্ন সাদা-কালো
ওপারে দেখি রঙিন আলোসব রাঙালোএই জিত আমার আধিকারএই হার তোমার অপচারগণজোয়ারে হারিয়ে থাকবেগণজোয়ারে হারিয়ে থাকবে♪গণতন্ত্র, সবার মন্ত্রগণতন্ত্র, সবার মন্ত্রগণতন্ত্র, সবার মন্ত্রগণতন্ত্র, সবার মন্ত্র♪গণজোয়ারে…
গণজোয়ারে…গণজোয়ারে হারিয়ে থাকবেগণজোয়ারে হারিয়ে থাকবেগণজোয়ারে হারিয়ে থাকবেগণজোয়ারে হারিয়ে থাকবে
This is the end of the Lyrics